চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা মানকর গ্রামীণ হাসপাতালে

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার মানকর গ্রামীণ হাসপাতালে। মানকরের বাসিন্দা কবিতা সর্দারকে (২১) শুক্রবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বাড়িতে অশান্তির জেরে ইঁদুর মারা বিষ খেয়ে নেয় কবিতা। শনিবার দুপুরের পরে অবস্থার অবনতি হয়। অভিযোগ, চিকিৎসক এলেও তিনি গা করেননি। কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যু হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয় পরিজনরা। খবর পেয়ে হাসপাতালে আসে বুদবুদ থানার পুলিশ। চিকৎসায় গাফিলতির অভিযোগ ঠিক নয়, পাল্টা দাবি মানকর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পুলিশ পরিস্থিতি শান্ত করে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

