
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সেপকো টাউনশিপের এক ওষুধের দোকানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এক রোগী। ওই ওষুধের দোকানে ডাক্তার দেখানোর পর সেখান থেকেই ওষুধ কিনতে হবে বলে রোগী এবং তার পরিবারকে জোর করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওষুধের দোকানের মালিক।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জানা গিয়েছে, করঙ্গপাড়ার বাসিন্দা সুমন্ত কেশ তারঁ অসুস্থ বাবা অনাথ কেশকে নিয়ে ৯ মার্চ সন্ধ্যেয় ওই ওষুধের দোকানে কিডনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে যান। সুমন্ত কেশের অভিযোগ, “বাবাকে ডাক্তার দেখানোর পর দোকানের মালিক প্রেসক্রিপশনটা নিয়ে বলেন, ওষুধগুলো এখানেই কিনতে হবে। ডাক্তারবাবুকে ১২০০ টাকা ফিস দেওয়ার পর আমার কাছে তখন আর টাকা ছিল না। তখন দোকানের মালিক রীতিমতো হুমকি দিয়ে বলেন, ‘তবে এখানে ডাক্তার দেখাতে এসেছেন কেন? আর কোনওদিন এখানে আসবেন না।’ আমরা জানতে চাই, এখানে কি কোথাও লেখা আছে যে ডাক্তার দেখালে এখানেই ওষুধ কিনতে হবে? দোকান মালিক বলেন, ‘আমরা ব্যবসা করতে এসেছি, বেগার খাটতে নয়। এভাবে আমাদের হেনস্থা করা হয়। আমরা মহকুমাশাসকের কাছে ই-মেইলের মাধ্যমে অভিযোগ করেছি।” দোকানের মালিক শুভেন্দু সান্যাল বলেন, “আমরা অনুরোধ করি, আমাদের কাছে ওষুধ কেনার জন্য। তবে কাউকে চাপ দেওয়া হয় না। ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।” দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
