প্রবীণদের জন্য ফার্মেসি কলেজের মানবিক উদ্যোগ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরের মেঘনাদ সাহা সরণীর Dr. B. C. Roy College of Pharmacy & Allied Health Sciences এর এনএসএস শাখার পক্ষ থেকে ৩১ অক্টোবর দুর্গাপুরের মাদার টেরিজা মিশনারিজ অফ চ্যারিটি-তে প্রবীণ বাসিন্দাদের জন্য বিশেষ স্বাস্থ্য বিষয়ক কর্মসূচীর আয়োজন করা হয়। ‘Living Well After 60: Medication & Lifestyle Insights for Seniors’ শীর্ষক কর্মসূচীর মাধ্যমে তাঁদের ‘Eat Right, Move More, Age Gracefully’ এবং ‘Regular Check-Ups Save Lives’- এই দুটি বার্তা দেওয়া হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই উদ্যোগের লক্ষ্য ছিল, মূলত ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষজনের সুস্থ জীবনযাপন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সচেতনতা, মানসিক সুস্থতা সম্পর্কে সচেতন করে তোলা। এনএসএস এর স্বেচ্ছাসেবক এবং ডি. ফার্মের শিক্ষার্থীরা সঠিক ওষুধ ব্যবহার, নির্ধারিত চিকিৎসা মেনে চলা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব এবং বয়স্ক নাগরিকদের জন্য উপযুক্ত সহজ খাদ্যাভ্যাস এবং জীবনযাপন সম্পর্কে তাঁদের অবগত করেন। এদিন রক্তচাপ ও রক্তে শর্করার হার পরীক্ষা সহ নানা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, ওই সংস্থার ডে-কেয়ার বিভাগের শিশুদের শীতের পোশাক বিতরণ করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


