রামের মিছিলে মিশে গেল রহিম! রাম নবমীতে সম্প্রীতির ছবি দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাম নবমীতে সম্প্রীতির ছবি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। রবিবার রামনবমী। আজ শনিবার অষ্টমী। শহরের বুকে রাম নাম করতে করতে কলসি নিয়ে হাঁটছিলেন রাম ভক্তরা। তখনই সেই মিছিলে ঢুকে পড়লেন আল্লাহ্ ‘র ভক্তরা। শরবতের গ্লাস এগিয়ে দিলেন তৃষ্ণা নিবারণের জন্য। তাঁদের কেউ রামের নামে জয়ধ্বনিও দিলেন। মিছিলে নাচতে শুরু করলেন তাঁরাও। এভাবেই রামের মিছিলে মিশে গেল রহিমরা! রাম নবমী ঘিরে এই রাজ্য সহ দেশের বিভিন্ন জায়গায় যেখানে অশান্তি ছড়ানোর আশঙ্কা করছে প্রশাসন, সেখানে দুর্গাপুর দিচ্ছে ভিন্ন বার্তা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুর শহরের সি জোনে সোনার তরী আবাসিক কমিটি প্রতিবারের মতো এ বছরেও বজরংবলীর বাৎসরিক পুজোর আয়োজন করেছে। স্থানীয় একটি জলাশয়ে কলসি ভরে জল নিয়ে শোভাযাত্রা করে আসছিলেন মহিলারা। গরমে তৃষ্ণা নিবারণের জন্য সি-জোন ঈদ কমিটির সদস্যরা শরবতের গ্লাস এগিয়ে দেন। উৎসবে মেতে ওঠেন তাঁরাও। রামনবমীর আয়োজক কমিটির দীপক মান ধন্যবাদ জানালেন সি জোন ঈদ কমিটিকে। তিনি বলেন, “আজ রাম নবমীর শোভাযাত্রা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সি জোন ঈদ কমিটি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটাই আমাদের সংস্কৃতি।” ঈদ কমিটির শেখ আসিফ বলেন, “রাম সবার। আমরা বিশ্বাস করি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান। সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বাসী আমরা। সারা দেশের মানুষের কাছেও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
