‘মরণফাঁদ’ থেকে রেহাই, ডিভিসি মোড়ে নতুন উড়ালপুল!

‘মরণফাঁদ’ থেকে রেহাই, ডিভিসি মোড়ে নতুন উড়ালপুল!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ইউ-টার্ন উড়ালপুলের বিকল্প

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ইউ-টার্ন উড়ালপুলে দুর্ঘটনা লেগেই থাকে। সংকীর্ণতা ও নকশাগত ত্রুটির কারণে কখনও গার্ডওয়াল ভেঙে যাওয়া, কখনও রাস্তায় ফাটল, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিকবার। সোমবার দুর্গাপুরে সাংবাদিক সম্মেলনে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির কাছে নতুন উড়ালপুল নির্মাণের প্রস্তাব রেখেছিলেন। মন্ত্রী ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন এবং বিকল্প উড়ালপুলের জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ চলছে। তা শেষ হলে অর্থমন্ত্রকের অনুমোদন নিয়ে টেন্ডার ডাকা হবে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

স্থানীয়রা বলছেন, ডিভিসি মোড়টি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও দক্ষিণ ভারতের অন্যতম বাণিজ্য করিডর হওয়ায় এখানে যানবাহনের চাপ সবসময়ই প্রবল। সিটি সেন্টার থেকে ডিভিসি মোড় এবং বিসি রায় রোড চার লেন হওয়ায় চাপ আরও বেড়েছে। এই অবস্থায় বিপজ্জনক ইউ-টার্ন উড়ালপুলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে। তাই বিকল্প হিসেবে সোজা উড়ালপুল বা অন্তত দুটি পৃথক ওয়ান-ওয়ে ইউ-টার্ন উড়ালপুল তৈরির দাবি উঠেছে। প্রাক্তন পুর প্রতিনিধি দেবব্রত সাঁই সাংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানান। নতুন উড়ালপুল হলে দুর্ঘটনার ভয় অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন সাংসদ কীর্তি আজাদ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
'মরণফাঁদ' থেকে রেহাই, ডিভিসি মোড়ে নতুন উড়ালপুল!
News
'মরণফাঁদ' থেকে রেহাই, ডিভিসি মোড়ে নতুন উড়ালপুল!
:
স্থানীয়রা বলছেন, ডিভিসি মোড়টি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও দক্ষিণ ভারতের অন্যতম বাণিজ্য করিডর হওয়ায় এখানে যানবাহনের চাপ সবসময়ই প্রবল। সিটি সেন্টার থেকে ডিভিসি মোড় এবং বিসি রায় রোড চার লেন হওয়ায় চাপ আরও বেড়েছে।
Published By

আরও খবর

error: Content is protected !!