আসছেন প্রধানমন্ত্রী, নেহেরু স্টেডিয়ামের নিরাপত্তা খতিয়ে দেখল পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আগামী ১৮ জুলাই পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেহেরু স্টেডিয়ামে সভা করবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। শুক্রবার স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল পুলিশ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “আমরা শুনেছি, ১৮ জুলাই প্রধানমন্ত্রী দুর্গাপুরে সভা করবেন। সম্ভবত দুপুর ১টার সময় তিনি জনসভায় যোগ দেবেন। আমরা দুর্গাপুর এবং সারা রাজ্যের মানুষকে আহ্বান করছি, তৃণমূলের বিদায়ঘন্টা বাজাতে ওইদিন সবাই সভায় আসুন।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিজেপির পক্ষ থেকে রাজ্য ও স্থানীয় নেতৃত্ব আগে একাধিকবার স্টেডিয়াম পরিদর্শন করেছেন। শুক্রবার স্টেডিয়ামে যায় পুলিশ। দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকদের নিয়ে স্টেডিয়ামে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়। পুলিশের সঙ্গে মাঠ পরিদর্শন করতে দেখা যায় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

