দুর্গাপুরের রাস্তায় ফণা তুলে দাঁড়িয়ে বিষধর সাপ, থমকে যানবাহন

দুর্গাপুরের রাস্তায় ফণা তুলে দাঁড়িয়ে বিষধর সাপ, থমকে যানবাহন
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সাপে-নেউলে জোর লড়াই

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ব্যস্ত রাস্তায় দেখা গেল ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে বিষধর সাপ! থমকে গেল যানবাহন। সার দিয়ে দাঁড়িয়ে গেল গাড়ি, বাস। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চার্চ সংলগ্ন মূল রাস্তায় দেখা গেল এই দৃশ্য। আতঙ্কে রাস্তা পারাপার বন্ধ হয়ে যায়। শেষে একজন বাস কর্মী বাস থেকে নেমে আহত ও রক্তাক্ত সাপটিকে রাস্তা থেকে সরিয়ে পাশের জঙ্গলে ছেড়ে দেয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

স্থানীয় সূত্রে খবর, সাপে-নেউলে লড়াই চলছিল। একসময় রাস্তায় চলে আসে তারা। গাড়ির ভয়ে পালিয়ে যায় নেউলটি। আহত অবস্থায় রক্তাক্ত সাপটি মাঝ রাস্তায় রয়ে যায় ফণা তুলে। পথ চলতি মানুষজন ভয় পেয়ে দাঁড়িয়ে যান। আশপাশের যানবাহন থেকে অনেকে ভিডিও তুলতে থাকেন। এই পরিস্থিতিতে যানজটের সৃষ্টি হয়। সাপটিকে সরিয়ে দেওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Published By
error: Content is protected !!