হুলুস্থুল দুর্গাপুরে, মন্দির চত্বরে মগডালে চড়ে বসেছে যুবক! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

হুলুস্থুল দুর্গাপুরে, মন্দির চত্বরে মগডালে চড়ে বসেছে যুবক! ঘটনাস্থলে দমকল ও পুলিশ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুরে শ্মশানকালী মন্দিরে চাঞ্চল্য, গাছে উঠে গেল যুবক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর:পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দির এলাকায় রবিবার দুপুরে আচমকাই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ট্রাঙ্ক রোড এলাকার বাসিন্দা দেবু নায়েক নামে এক যুবক হঠাৎই মন্দির চত্বরে একটি বিশাল মগডাল গাছে উঠে বসেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, দুর্গাপুর থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। ওই যুবককে গাছ থেকে নামানোর জন্য দড়ি ও জালের সাহায্যে চেষ্টা চালান দমকল কর্মীরা। এ সময় স্থানীয় এক যুবক গাছের ডালে উঠে দেবুকে নামানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গাছে দড়ি ফেলে টানা-হেঁচড়া শুরু হয়, আর তা ঘিরে ব্যাপক হুলুস্থুল পড়ে যায় মন্দির প্রাঙ্গণে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

ঘটনাস্থলে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে দেবুর মা বলেন, “ছেলে গাড়ি চালায়। বাড়িতে কোনও সমস্যা হয়নি। কেন এমন করল আমি কিছুই বুঝতে পারছি না।” এ বিষয়ে দুর্গাপুরের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারী জানান, “ঠিক কী কারণে যুবকটি গাছে উঠেছে তা স্পষ্ট নয়। তবে ব্যক্তিগত কোনও সমস্যার জেরেই হয়তো এমন ঘটেছে। দমকল ও পুলিশ একযোগে তাঁকে নিরাপদে নামানোর চেষ্টা করছে।” প্রশাসন সূত্রে খবর, দেবুকে নামানোর প্রক্রিয়া জারি রয়েছে। ঘটনার জেরে ভিড়িঙ্গি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
 হুলুস্থুল দুর্গাপুরে, মন্দির চত্বরে মগডালে চড়ে বসেছে যুবক! ঘটনাস্থলে দমকল ও পুলিশ
News
হুলুস্থুল দুর্গাপুরে, মন্দির চত্বরে মগডালে চড়ে বসেছে যুবক! ঘটনাস্থলে দমকল ও পুলিশ
:
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, দুর্গাপুর থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। ওই যুবককে গাছ থেকে নামানোর জন্য দড়ি ও জালের সাহায্যে চেষ্টা চালান দমকল কর্মীরা।
Published By
error: Content is protected !!