গরু কান্ডে পুলিশের জালে আরও ২, তবে পারিজাতের খোঁজ নেই!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝাই পিক আপ ভ্যান আটকিয়ে নিগ্রহের ঘটনায় পুলিশ শুক্রবার রাতে আরও ২ জনকে গ্রেফতার করেছে। দুর্গাপুরের সুকুমার নগর এলাকা থেকে প্রণয় মধু ও ইস্পাত পল্লীর অনুপম মালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হয়। এর আগে গ্রেফতার হওয়া আরও ২ জনকে এদিন পুলিশ হেফাজত শেষে দুর্গাপুর আদালতে তোলা হয়। এই মামলায় এখন পর্যন্ত মোট ৯জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ তদন্তে নেমে প্রায় প্রতিদিনই অভিযুক্তদের কাউকে না কাউকে গ্রেফতার করছে। কিন্তু মূল অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায় এখনও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ যদিও জানিয়েছে পারিজাতের খোঁজে তল্লাশি চলছে নানা জায়গায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
