দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ জুলাই ২০২৪: আর্থিক প্রতারণার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর থানা এলাকার ধান্দাবাগের সুকান্ত পল্লী থেকে এক যুবককে গ্রেফতার করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ধৃত সুরজিৎ বর্ধন ইভেন্ট ম্যানেজারের কাজ করেন। তিনি এক ব্যক্তির মেয়ের বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য অগ্রিম ৫ লক্ষ টাকা নিয়েছিলেন। এরপর কাজ করতে অনীহা দেখান বলে অভিযোগ। ওই ব্যক্তি তাঁকে ফোন করলে তিনি তাকে হুমকি দেন বলে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে সুরজিৎকে গ্রেফতার করে। শনিবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন। বিচারক তাঁর দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। জানা গিয়েছে, নিউ টাউনশিপ থানার বিধান নগরের বাসিন্দা রাজু দে গত ৭ মার্চ থানায় সুরজিৎ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।