মহিলা আইনজীবীকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে দুর্গাপুরে ধৃত ৪

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কোর্টের এক মহিলা আইনজীবীকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম বিক্রম মন্ডল, জুনেদ শাকিল, মিথিলেশ যাদব ও আমন আলী। জানা যায়, আমন আলী বিধাননগরের একটি হোটেলের মালিক। এই হোটেলে আগে অনৈতিক কাজকর্মের অভিযোগ উঠেছিল। রবিবার অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হলে আমন আলী ও মিথিলেশ যাদবকে ৫ দিনের পুলিশ হেফাজত এবং বাকি দুজনকে জেল হেফাজতের নির্দেশ দেন এসিজেএম ইনচার্জ দেবকল্পা সরকার। অভিযোগকারিনীর আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়, বিভিন্ন দিক থেকে এই মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং অভিযোগকারিনীর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করার ভয় দেখানো হচ্ছে।