ডাক্তারের গাড়িতে করে গাঁজা পাচার! সব দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: ডাক্তারের সিম্বলের স্টিকার লাগানো গাড়িতে করে গাঁজা পাচার! এমন অভিনব গাঁজা পাচারের ছক দেখে চক্ষু চড়ক গাছ পুলিশেরই। তিন জনকে হাতেনাতে ধরেছে পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) বুদবুদ থানার পুলিশ। সোমবার তাদের তোলা হয়েছে আসানসোল আদালতে।
রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ মানকর ক্যানেল পাড়ের কাছে গাড়িটিকে আটকায়। গাড়ির ডিকি খুলে পুলিশ দেখে, সাদা প্যাকেটে মোড়া রয়েছে কিছু জিনিস। প্যাকেট খুলতেই বেরিয়ে পড়ে প্রায় ৩১কেজি ৫০০ গ্রাম গাঁজা। পুলিশ গাড়ির তিন আরোহী কলিমউদ্দীন শেখ, কালো শেখ ও শেখ হাবিবকে গ্রেফতার করে।
তাদের সোমবার আসানসোল আদালতে তোলে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে গাঁজা নিয়ে মুর্শিদাবাদের সালারে যাচ্ছিল গাড়িটি। ধৃতরা সবাই সালারে বাসিন্দা। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )