দুর্গাপুরের যৌনপল্লী থেকে তিনজনকে আটক করল পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাদা রোডের যৌনপল্লী থেকে তিনজনকে আটক করল পুলিশ। দুর্বার সমিতির সদস্যদের তৎপরতায় এক যুবক ও ২ যুবতীকে আটক করেছে পুলিশ। সমিতি সূত্রে জানা যায়, দুই যুবতীর চলাফেরায় সন্দেহ হলে সমিতির বোর্ড সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তা ও পরিচয়পত্রে কিছু অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ।
বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তাদের পরিচয় ও তারা কীভাবে এখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুর দুর্বার সমিতির সদস্য নীলকমল মিশ্র জানান, “আমরা শুধুমাত্র সন্দেহজনক গতিবিধি দেখে বিষয়টি পুলিশকে জানিয়েছি। এরপর পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)