ভিন জেলা থেকে দুই মোবাইল চোরকে ধরে দুর্গাপুরে আনল পুলিশ

দুর্গাপুর: চুরির মোবাইল ব্যবহার করে চলে সাইবার প্রতারণা। চুরি যাওয়া মোবাইল উদ্ধারে তৎপর পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল দুর্গাপুর কমিশনারেট। এবার ভিন জেলা থেকে মোবাইল চুরি চক্রের পান্ডাদের গ্রেফতার করে আনল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ।
চুরির মোবাইল কিনে বিক্রির দায়ে কাঁকসার গোপালপুর থেকে সোমবার সকালে সুভাষ মন্ডল নামে একজনকে গ্রেফতার করে বিধান নগর ফাঁড়ির পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মোবাইল চুরির দুই মাস্টারমাইন্ডের নাম। সোমবার রাতেই বীরভূমের দুবরাজপুর থানা এলাকা থেকে শেখ এনামুল ও শেখ আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ধৃতদের কাছ থেকে ১০ টি মূল্যবান মোবাইল উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃত তিনজনকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। নিজেদের হেফাজতে নিয়ে তারা কতগুলি মোবাইল চুরি করেছে, এদের সঙ্গে আরও কে কে জড়িত, কোথায় কোথায় তারা চুরির মোবাইল বিক্রি করত, সব জানার চেষ্টা করবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
