
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ডিভিসির পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের ডিএসটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণের প্রতিবাদে দীর্ঘদিন ধরে প্রতিবাদে সরব ভূমি রক্ষা কমিটি। বুধবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে কমিটি। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। এরপরেই দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রবজ্যোতি মুখোপাধ্যায় সহ বিক্ষোভকারীদের আটক করে দুর্গাপুর থানার পুলিশ। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের অভিযোগ, অন্ডালের ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইয়ে ঢাকছে গোপালমাঠ এলাকা। এছাড়া গোপাল মাঠ সংলগ্ন একটি সিমেন্ট কারখানার ধোঁয়ায় দূষণ ছড়াচ্ছে। এলাকার মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে । একাধিকবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের কাছে অভিযোগ জানানোর পরেও কাজ হয়নি।
তিনি বলেন, “প্রতিবাদে বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুরের কার্যালয়ের সামনে বিক্ষোভে নেমেছিলাম। পুলিশ কারখানাগুলির কাছে বিক্রি হয়ে গেছে। পুলিশ আমাদের অবস্থান বিক্ষোভ তুলে দিল। আমাদের জোর করে আটক করে নিল। কিন্তু আমাদের কেউ থামাতে পারবে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।