ডালা ভর্তি তত্ত্ব নিয়ে দুর্গাপুরে ঈদগাহে ঢুকল পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ডালা ভর্তি তত্ত্ব নিয়ে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ঈদগাহে ঢুকল পুলিশ। অবাক সকলে! ঈদের অনুষ্ঠানে এভাবেই চমক দিল দুর্গাপুরের বিধান নগর ফাঁড়ির পুলিশ। সোমবার পালিত হচ্ছে খুশির ঈদ। সকাল থেকে ঈদগাহে ঈদগাহে নমাজ পড়ার ভিড়। তারপর কোলাকুলি। সেই অনুষ্ঠান চলছিল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার খয়রাশোল ঈদগাহে।(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আচমকা ঈদগাহের সামনে থামল কয়েকটি পুলিশের গাড়ি। প্রথমে অনেকে চমকে গিয়েছিলেন। তারপর গাড়ি থেকে বের হল ডালা। বিয়ে বাড়ির তত্ত্বের মত সাজানো ডালাগুলি। ডালায় রয়েছে ফল, মিষ্টি, ফুলের তোড়া ও উত্তরীয়। লাইন দিয়ে বিধান নগর ফাঁড়ির আইসি মিহির দে’র নেতৃত্বে পুলিশ কর্মীরা তত্ত্ব নিয়ে ঈদগাহের ভেতর ঢুকলেন। ইমামদের হাতে খুলে দিলেন সেই উপহার। গলায় পরিয়ে দিলেন উত্তরীয়। হাতে দিলেন ফুলের তোড়া। পুলিশের এই উদ্যোগে খুশি মসজিদ কমিটি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
