পুজো কমিটিগুলিকে নিয়ে সৃজনীতে পুলিশের বৈঠক ও চেক প্রদান

জেলার ১২৩০ পুজো কমিটিকে দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকার চেক
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এবারের দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে সোমবার পুলিশ প্রশাসন পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করে। ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, পুলিশ কমিশনার সুনীল চোধুরী, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।
পুজো কমিটিগুলি বৈঠকে তাদের বক্তব্য তুলে ধরে। বিধাননগরের একটি পুজো কমিটির তরফে জানানো হয়, এলাকার প্রতিমা নিরঞ্জন করা হয় অর্জুন বাঁধ জলাশয়ে। সেই জলাশয় অপরিস্কার এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেদিকে নজর দেওয়ার দাবি জানানো হয়। ডিএসপি টাউনশিপের আর্যভট্ট-শোভাপুর এলাকার দক্ষিণ পূর্বাঞ্চল কমিটির তরফে সন্তোষ চট্টরাজ জানান, তাঁদের মণ্ডপের পাশে একটি ডাস্টবিন রয়েছে। সেটি সরিয়ে নেওয়ার আর্জি জানান তিনি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এবার জেলার ১২৩০ পুজো কমিটির হাতে ১ লক্ষ ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হবে। এদিন দুর্গাপুরের প্রতিটি থানা এলাকার একটি করে কমিটির হাতে চেক প্রদান করা হয়। এবারের পুজোয় কী কী বিধি নিষেধ জারি করা হচ্ছে তা জানানো হয়েছে পুজো কমিটিগুলিকে। দর্শণার্থীরা পুজো দেখতে বেরিয়ে কোথাও যেন কোনও বিড়ম্বনার মুখে না পড়েন তা নিশ্চিত করতে পুলিশের তরফে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। পুলিশ কমিশনার সুনীল চোধুরী পুজো কমিটিগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী রাখার পরামর্শ দেন। সব বড় পুজোয় সিসি ক্যামেরা অবশ্যই লাগাতে হবে বলে জানান পুলিশ কমিশনার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
