‘পুলিশ সবচেয়ে বড় রামভক্ত’, প্রমাণ মিলল দুর্গাপুরের হনুমান জয়ন্তীর মিছিলে!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘পুলিশ সবচেয়ে বড় রামভক্ত’। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে এসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই দাবি করেছিলেন। শনিবার দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের ওল্ড কোর্ট এলাকায় দিলীপ ঘোষের সেই বক্তব্যে কার্যত সিলমোহর দিয়ে দিলেন এক পুলিশ আধিকারিক ও দু’জন সিভিক ভলেন্টিয়ার! হনুমান জয়ন্তীর র্যালিতে গেরুয়া উত্তরীয় গলায় জড়িয়ে হাঁটতে দেখা গেল তাঁদের। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘দুর্গাপুর দর্পণ’)
শনিবার বিকেলে ওল্ড কোর্ট এলাকায় এক মন্দির কমিটি হনুমান জয়ন্তীর র্যালি বের করে। সেই র্যালিতে হাঁটতে দেখা যায় দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর দুই সদস্য ধর্মেন্দ্র যাদব, রাখি তিওয়ারি এবং তৃণমূলের কয়েকজন নেতাকে। সেই র্যালিতেই দেখা গেল, এক পুলিশ আধিকারিক গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে মিছিল সামলাচ্ছেন। সঙ্গে দুই সিভিক ভল্যান্টিয়ারের গলাতেও গেরুয়া উত্তরীয় দেখা গেল। দু’দিন আগে দুর্গাপুরে রাম নবমীর কার্নিভালে এসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, পুলিশ সবচেয়ে বড় রাম ভক্ত। এবার বিজেপি নেতার সেই কথাই মিলিয়ে দিলেন দুর্গাপুরের এই পুলিশ আধিকারিক আর দুই সিভিক ভলেন্টিয়ার।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “সকলেই সনাতনী হিন্দু। তাঁরাও বাংলার সংস্কৃতি ঐতিহ্য পালন করেন। তাঁরা যদি গলায় হনুমান জয়ন্তীর উত্তরীয় পড়ে হাঁটেন, এর মধ্যে অন্যায় কিছু দেখছি না। অনেকেই অনেক কিছু বলতে পারেন। কিন্তু আমরা সব সময়ই বলছি যাঁরা প্রকৃত হিন্দু তাঁরা রাস্তায় নামুন।” এ বিষয়ে তৃণমূলের ২ নম্বর ব্লকের যুব সভাপতি রাজু সিং বলেন, “একটা ধর্মীয় শোভাযাত্রা হচ্ছিল। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই। কোনও উদ্যোক্তা যদি কোনও পুলিশ আধিকারিকের গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে থাকেন, তাহলে তার মধ্যেও কোনও অন্যায় নেই।” সিটুর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সিদ্ধার্থ বসু বলেন, “বিজেপি ও তৃণমূল মিলে ধর্ম নিয়ে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করেছে। পুলিশকে ব্যবহার করা হচ্ছে।” দুর্গাপুরের এসিপি সুবীর রায় টেলিফোনে বলেন, “উর্দি পরা অবস্থায় কোনও পুলিশ আধিকারিক বা কোনও সিভিক ভলেন্টিয়ার কোনও ধর্মীয় সংগঠনের উত্তরীয় এভাবে জড়াতে পারেন না। নিজের ইচ্ছাই সেই উত্তরীয় পরেছিলেন না কেউ পরিয়ে দিয়েছিল, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
