পুলিশ ফাঁড়ির অদূরে চুরির মাল উদ্ধার করল পুলিশ, চাঞ্চল্য দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পুলিশ ফাঁড়ির অদূরে চুরির মাল উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্য পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। দিনের আলোয় চুরির মাল পাচারের চেষ্টা করছিল ৩ দুষ্কৃতী। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে পুলিশ আসার আগেই তিন দুষ্কৃতী পালিয়ে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ভিড়িঙ্গি থেকে গান্ধী মোড় যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে ঘটনাটি ঘটে শনিবার। অদূরে ফরিদপুর ফাঁড়ি। ট্রাফিক পুলিশ এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে উদ্ধার করে চুরির মাল। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সুমন্ত কর্মকারের দাবি, “তিনজন মিলে হাই ড্রেন থেকে বস্তা তুলছিল। আমার নজরে আসতেই ওখানে যাই। আমাকে দেখে তিনজন পালিয়ে যায়। আমি প্রথমে ট্রাফিক পুলিশকে খবর দিই। তারপরেই ট্রাফিক পুলিশ ও দুর্গাপুর থানার পুলিশ মিলে হাই ড্রেন থেকে উদ্ধার করে চুরি যাওয়া বৈদ্যুতিক পাম্প সহ বিভিন্ন ভাঙা যন্ত্রাংশ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
