স্টিল পার্ক মোড়ে অজ্ঞাত পরিচয় রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের স্টিল পার্ক মোড়ে অজ্ঞাত পরিচয় রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। স্টিল পার্ক মোড় সংলগ্ন আড়া যাওয়ার রাস্তার ধারে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। একজন পথচারী তা দেখে স্টিল পার্কে কর্মরত ট্রাফিকের সিভিক গার্ড কর্মীকে খবর দেন। তড়িঘড়ি পুলিশ তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ জখম ব্যক্তির নাম এবং ঠিকানা জানার চেষ্টা করছে। কী ভাবে তিনি জখম হয়েছেন তা তদন্ত করে দেখছে পুলিশ। (The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500) (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
Highlight

News
স্টিল পার্ক মোড়ে অজ্ঞাত পরিচয় রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ
:স্টিল পার্ক মোড় সংলগ্ন আড়া যাওয়ার রাস্তার ধারে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে যায়। একজন পথচারী তা দেখে স্টিল পার্কে কর্মরত ট্রাফিকের সিভিক গার্ড কর্মীকে খবর দেন।
Published By
Arpita Majumder
Durgapur Darpan
