গরু কাণ্ডে ধৃত পারিজাতকে ফের তোলা হলো আদালতে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গরু কাণ্ডে ধৃত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে মঙ্গলবার ফের তোলা হলো দুর্গাপুর আদালতে। গত ৩১ জুলাই কোকওভেন থানার গ্যামন ব্রিজের কাছে গরু বোঝাই ট্রাক আটকে কয়েকজনকে নিগ্রহ করার অভিযোগ ওঠে পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে।থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। একে একে পারিজাত সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পারিজাতকে ইতিমধ্যে দুই দফায় হেফাজতে নিয়ে জেরা করেছে পুলিশ। হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার এর তাকে আদালতে পাঠায় পুলিশ। এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে পারিজাত বলেন, “যারা গরু চুরি করেছিল তারা বাইরে রয়েছে। আর যারা গরু চুরির প্রতিবাদ করেছিল পুলিশ তাদের গ্রেফতার করেছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
