দূষণে রোধে অন্ডালের ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রকে ৪ মে পর্যন্ত সময় দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দূষণে রোধে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দূষণে রোধে অন্ডালের ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্র ডিএসটিপিএস-কে ৪ মে পর্যন্ত সময় বেঁধে দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পরিবহণের সময় ওড়ে। ছাই পুকুর থেকেও ছাই ওড়ে। ফলে দুর্গাপুরের গোপালমাঠ ও সংলগ্ন এলাকায় ব্যাপক দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ।
ভূমি রক্ষা কমিটির লাগাতার আন্দোলনের চাপে নড়ে চড়ে বসেছে পর্ষদ। শুক্রবার কলকাতার পরিবেশ ভবনে ডিএসটিপিএস কর্তৃপক্ষকে শুনানিতে ডাকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এর আগে ৩ সেপ্টেম্বর পরিবেশ ভবনে একবার শুনানিতে ডাকা হয়েছিল ডিএসটিপিএস কর্তৃপক্ষকে। ১৮ ডিসেম্বর নির্দেশিকা জারি করে পর্ষদ জানায়, ছাই ভিজিয়ে এবং ঢাকা দিয়ে পরিবহণ করতে হবে। ছাই পুকুরের চারিদিকে জল ছেটানোর ব্যবস্থা করতে হবে। মিষ্ট ক্যানন কিনতে হবে। ছাই পুকুরের পাড়ে গাছ লাগাতে হবে। ২০ লক্ষ টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে। অভিযোগ নির্দেশিকা পালন করেননি ডিএসটিপিএস কর্তৃপক্ষ। তাই শুক্রবার ফের তাঁদের ডাকা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পর্ষদ জানিয়েছে, আগের শুনানির ভিত্তিতে জারি করা নির্দেশিকা মানতে হবে ডিএসটিপিএস কর্তৃপক্ষকে। ৪ মে পর্যন্ত সময়। ভূমি রক্ষা কমিটির নেতা ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানান, ডিএসটিপিএস, পর্ষদ ও গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ পরিস্থিতি বদলাচ্ছে কি না তা খতিয়ে দেখবে সেই কমিটি। ডিএসটিপিএস কর্তৃপক্ষ জানিয়েছেন, পর্ষদের নির্দেশিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
