প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্টার, বিতর্ক দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে দুপুর ৩টা নাগাদ সভা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে গান্ধী মোড় সংলগ্ন গান্ধীজির মূর্তির সামনে একটি পোস্টার লাগানো হয়েছে, যেখানে দুর্গাপুরের বন্ধ কেন্দ্রীয় কারখানাগুলি কখন পুনরায় চালু হবে সে সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে উত্তর চাওয়া হয়েছে। পোস্টারটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পোস্টারটি কে লাগিয়েছে তা স্পষ্ট নয়, তবে এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে মনে করছে বিজেপি। পোস্টারটি সম্পর্কে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল বলেন, আপনারা জানেন তৃণমূল, যারা ধর্ষণ, নারীর উপর অত্যাচার, বোমাবাজি, চুরির প্রতীক, তাদের কাছ থেকে কী আশা করা যেতে পারে। তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখার্জি বলেন, প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য পোস্টার লাগানো হয়েছে। শেষে বিজেপির বিক্ষোভের জেরে পুলিশ পোস্টার সরিয়ে দেয়।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

