হঠাৎ ব্যস্ত হয়ে পড়লেন বিজেপি বিধায়ক থেকে কর্মকর্তারা, ঘুরছেন শহর জুড়ে, ব্যাপারটা কী?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জুলাই মাসে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ জুলাই এই রাজ্যে সভা করার কথা তাঁর। শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ ধন্ড, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী, বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব। এছাড়াও ছিলেন যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়, জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল, সম্পাদক অভিজিৎ দত্ত সহ অন্যরা। তাঁরা এএসপি স্টেডিয়ামেও যান।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এরপর দুর্গাপুরের ৩১ নম্বর বিদ্যাসাগর এভিনিউতে দলীয় কার্য্যালয়ে জরুরী বৈঠক করেন তাঁরা। পরে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আমাদের দলীয় কিছু কাজকর্ম হবে। সেই জন্য মাপজোক হলো। প্রধানমন্ত্রী দেশের যে কোনও প্রান্তেই আসতে পারেন। তবে প্রধানমন্ত্রী আসার ব্যাপারে আমাদের কাছে কোনও খবর এখন পর্যন্ত নেই। আমাদের বড় কর্মসূচি হতে চলেছে। সেই জন্যই মাঠ পরিদর্শন করা হল।” তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন, “২০২৬ সালে এই রাজ্য থেকে জঙ্গল রাজের অবসান হবে। এই পাপকে বিদায় করবে বাংলার মানুষ ও বিজেপি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

