দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ মে ২০২৪: বিবেকানন্দ রকে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। ৪৫ ঘণ্টা তিনি থাকবেন সেখানে। অধিকাংশ সময় ধ্যানে মগ্ন থাকবেন। পুরো সময় তিনি মৌনব্রত পালন করবেন।
#WATCH | Tamil Nadu | PM Narendra Modi meditates at the Vivekananda Rock Memorial in Kanniyakumari, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June. pic.twitter.com/cnx4zpGv5z
— ANI (@ANI) May 31, 2024
প্রধানমন্ত্রীর ধ্যানের ছবি সংবাদসংস্থা ANI টুইট করেছে। ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন। পরনে গেরুয়া বসন। হাতে রুদ্রাক্ষের মালা। ভোট শেষ হওয়ার আগে, নির্বাচনী প্রচারের সময়সীমা পেরোনোর পরে প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল বিরোধীরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।