এডিডিএ চত্বরে ডাঃ বিধান চন্দ্র রায় স্মরণে অনুষ্ঠান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের রূপকার রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে এদিন সিটি সেন্টারে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) চত্বরে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, পুর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব, ডিএসপির আইএনটিইউসি নেতা দেবাশিস চৌধুরী প্রমুখ। মূর্তিতে মাল্যদান, বক্তব্য, এবং সিধু কানহু স্টেডিয়াম থেকে এডিডিএ ভবন পর্যন্ত দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

