দুর্গাপুর: ফ্রেট করিডরের জন্য রেল উচ্ছেদের নোটিশ দিয়েছে দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ড সহ আরও কিছু জায়গায়। সোমবার মাইকিং করে মঙ্গলবারের মধ্যে সরে যেতে বলা হয়। রেলের জায়গায় থাকা বাড়িগুলিকে দাগ দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। এর বিরুদ্ধে ৩০ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনি, গোপীনাথপুর, বীরভানপুর মৌজা সহ বেশ কিছু ওয়ার্ডের মানুষ প্রতিবাদে সরব হন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, এই দাবি নিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়ে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মঙ্গলবার সকালে রেলের আধিকারিকেরা আম্বেদকর কলোনিতে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। লক্ষ্মণ জানান, আসানসোলে ডিআরএম অফিসে গিয়ে তাঁরা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, সেই দাবি জানিয়ে এসেছেন কয়েক মাস আগে। দীর্ঘদিন ধরে বসবাস করছেন স্থানীয়রা। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না।
স্থানীয়দের বক্তব্য, রেলের কাজ হোক। পুনর্বাসন পেলেই তাঁরা উঠে যাবেন। রেলের আসানসোল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জে কে রাজ বলেন, “স্থানীয়দের সাথে আলোচনা হয়েছে। আমাদের কাজে সহযোগিতা করছেন তাঁরা। সম্প্রসারণের জন্য কাজ হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।