শ্রমিকের দেহ নিয়ে দুর্গাপুরে NIT-তে তুমুল বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রমিক মৃত্যু ঘিরে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে (NIT) ব্যাপক বিক্ষোভ। সোমবার NIT-এর কানাই বড়ুয়া নামে এক অস্থায়ী শ্রমিক উঁচুতে কাজ করার সময় উপর থেকে নীচে পড়ে গুরুতর জখম হন। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ডিএসপি টাউনশিপের বি-জোনের বিদ্যাপতি রোডের বাসিন্দা ছিলেন তিনি।
ঠিকাদারের সঙ্গে পরিবার পরিজন বার বার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ঠিকাদার পাত্তা দেননি বলে অভিযোগ। মঙ্গলবার NIT-এর মূল গেটের সামনে দেহ রেখে তুমুল বিক্ষোভ শুরু করে দেন তাঁরা। অবরুদ্ধ হয়ে যায় মূল গেট। তাঁদের অভিযোগ, কাজ করার সময় নিরাপত্তার জন্য কোনও সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি। তাই এভাবে প্রাণ হারাতে হয়েছে কানাইকে। অবিলম্বে ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির দাবি তোলেন তাঁরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় ফরিদপুর ফাঁড়ির পুলিশ। মূল গেটে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। খবর পেয়ে NIT-তে আসেন আইএনটিটিইউসি-র দুর্গাপুর কোর কমিটির সদস্য হরদীপ ওরফে বান্টি সিং। এনআইটি কর্তৃপক্ষের সঙ্গে মৃতের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনায় বসেন। বৈঠক শেষে বান্টি সিং জানান, ক্ষতিপূরণ বাবদ ১৩ লক্ষ টাকা ও পরিবারের একজনের চাকরির দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

