ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটে তালা দিয়ে বিক্ষোভ আদিবাসীদের

দুর্গাপুর দর্পণ, জামুরিয়া: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুরিয়ায় একটি কারখানার সামনে সোমবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ২০২৪ সালে জমি অধিগ্রহণ করেছেন কারখানা কর্তৃপক্ষ। কিন্তু তার ক্ষতিপূরণ এখনও পাওয়া যায়নি। জামুরিয়া শিল্পতালুক এলাকার ওই কারখানার সামনে বিক্ষোভ দেখান এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাঁদের দাবি, অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিন তাঁরা কারখানার গেটে তালা ঝুলিয়ে দেন। জানা গিয়েছে, জামুরিয়ার হুড়মাডাঙ্গা গ্রামের বাসিন্দা তুলসী মেঝানের কাছ থেকে ওই কারখানা কর্তৃপক্ষ জমি নিয়েছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনও সুরাহা মেলেনি। তাই এদিন ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা কারখানার গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
