পুরনো লাইসেন্স স্কিমে পাওয়া কোয়ার্টার্সের মালিকদের বিক্ষোভ নগর প্রশাসনিক ভবনে

পুরনো লাইসেন্স স্কিমে পাওয়া কোয়ার্টার্সের মালিকদের বিক্ষোভ নগর প্রশাসনিক ভবনে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: ডিএসপি কর্তৃপক্ষ পুরনো লাইসেন্স স্কিমে পাওয়া কোয়ার্টার্সের মালিকদের নতুন লাইসেন্স স্কিমে যেতে বাধ্য় করছেন। এমন অভিযোগ তুলে বুধবার দুপুরে ডিএসপি অ্যান্ড এএসপি কোয়াটার্স লাইসেন্সিজ অ্যাসোসিয়েশনের সদস্যরা ডিএসপির নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান। দেওয়া হয় স্মারকলিপি। প্রতিনিধি দলে ছিলেন সুকান্ত সেন, সুভাষ রায়চৌধুরী, যশোদা দুলাল চক্রবর্তী, রামপঙ্কজ গাঙ্গুলি, সুদীপ্ত নাগ।

ডিএসপি কোয়াটার্স লাইসেন্সিজ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকান্ত সেন, এএসপি কোয়াটার্স লাইসেন্সিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ ঘোষ জানান, ১৯৯৯, ২০০৮ ও ২০০৯ সালে কোয়ার্টার্স লাইসেন্স দেওয়া হয়েছিল তাঁদের। তখনকার পরিস্থিতি আলাদা ছিল। কোয়ার্টার্সগুলি বসবাসের উপযোগী ছিল না। নিজেদের বসবাসের উপযোগী করে নিতে হয়। এখন নতুন লাইসেন্স স্কিম এনেছেন কর্তৃপক্ষ। তাঁদের বাধ্য করা হচ্ছে পুরনো ছেড়ে নতুন লাইসেন্স স্কিমে যোগ দিতে। এর ফলে তাঁদের আর্থিক ক্ষতি হবে। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তাঁরা দাবি করেন, পুরনো স্কিম অনুযায়ী লাইসেন্সের চুক্তি পুনর্নবীকরণ করতে হবে। নতুন করে এখন যাঁদের লাইসেন্সে কোয়ার্টার্স দেওয়া হচ্ছে তার সঙ্গে মিলিয়ে দেওয়া চলবে না। এর ফলে বর্ধিত হারে ভাড়া গুণতে হবে। সেই সময় যাঁরা কোয়ার্টার্স পেয়েছিলেন তাঁদের অনেকেরই আর্থিক অবস্থা খুব খারাপ। তাঁরা নিজেদের মেডিক্লেম পুনর্নবীকরণ করার মত অবস্থায় নেই। আগেও প্রতিবাদ জানিয়েছেন। ফল না হওয়ায় এদিন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয় (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Highlight
পুরনো লাইসেন্স স্কিমে পাওয়া কোয়ার্টার্সের মালিকদের বিক্ষোভ নগর প্রশাসনিক ভবনে
News
পুরনো লাইসেন্স স্কিমে পাওয়া কোয়ার্টার্সের মালিকদের বিক্ষোভ নগর প্রশাসনিক ভবনে
:
কোয়ার্টার্সগুলি বসবাসের উপযোগী ছিল না। নিজেদের বসবাসের উপযোগী করে নিতে হয়। এখন নতুন লাইসেন্স স্কিম এনেছেন কর্তৃপক্ষ। তাঁদের বাধ্য করা হচ্ছে পুরনো ছেড়ে নতুন লাইসেন্স স্কিমে যোগ দিতে। এর ফলে তাঁদের আর্থিক ক্ষতি হবে। 
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!