দুর্গাপুর: সময়ে মেলে না বেতন। নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাঁরা। এমন নানা অভিযোগ তুলে মঙ্গলবার কাঁকসার গোপালপুরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার কার্যালয়ের সামনে আইএনটিটিইউসির নেতৃত্বে অস্থায়ী নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয় তাঁদের। দ্রুত সমস্যার সমাধান করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
রাজেশ রজক নামের এক নিরাপত্তা রক্ষীর অভিযোগ, “বেতন বাড়ে না। সময়েও বেতন দেওয়া হয় না। অতিরিক্ত কাজ করার টাকা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে দেওয়া হয়। এই বছর এখনও দেওয়া হয়নি। বলা হচ্ছে জানুয়ারি মাসে দেওয়া হবে। এছাড়াও নানান সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছি।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে কার্যালয়ের দায়িত্ব থাকা সিদ্ধার্থ পান্ডে বলেন, “আমরা ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত যাতে নিরাপত্তা রক্ষীদের সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা করব।” আইএনটিটিইউসি সংগঠনের সভাপতি উৎপল দত্ত বলেন, “গ্যাস উত্তোলক সংস্থা আমাদের শ্রমিকদের বঞ্চিত করছে। আমরা ইতিমধ্যেই বিষয়টি জেলা সভাপতিকে জানিয়েছি। দ্রুত সমস্যার সমাধান না হলে গেটের সামনে লাগাতার আন্দোলন হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।