পুজোর আগে জামুড়িয়ার বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, জামুড়িয়া: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুড়িয়ার বাহাদুরপুর পঞ্চায়েতের ভুতবাংলা এলাকায় সোমবার একটি বেসরকারি কারখানার সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় ধনসল গ্রামের যুবকেরা। তাঁদের অভিযোগ, গত তিন বছর ধরে কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পালন করা হয়নি। ৬০ জনকে নেওয়ার কথা দেওয়া হলেও মাত্র ২০জনকে নেওয়া হয়েছে। তাও তাদের কাজ অনিশ্চিত। এই প্রতিশ্রুতি ভঙ্গের কারণে গ্রামে প্রবল অসন্তোষ দানা বেঁধেছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, বহিরাগতদের এনে কাজ করানো হচ্ছে। অথচ স্থানীয়দের কাজ দেওয়া হচ্ছে না। শুধু কর্মসংস্থান নয়, এলাকার উন্নয়নমূলক কাজেও কারখানা কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। এদিন তাঁরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে দাবিপত্র তুলে দেন। দাবি পূরণ না হলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। ক্ষুব্ধ গ্রামবাসীরা কারখানার সিআরএম ইউনিটের প্রধান গেটের সামনে জড়ো হয়ে গেট বন্ধ করে দেন এবং তুমুল বিক্ষোভ দেখান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
