দুর্গাপুর আদালতে ব্যাপক চাঞ্চল্য, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ

দুর্গাপুর আদালতে ব্যাপক চাঞ্চল্য, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর আদালতে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বুদবুদে ৩ নম্বর গেটের সামনে সম্প্রতি এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। আসানসোলের কালিপাহাড়ির করণ চৌবে নামে ওই বিজেপি কর্মী ২০২৬ সালের বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারি বাজপেয়ী, প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে সাইকেলে প্রচার করতে বেরিয়েছিলেন। কলকাতা যাওয়ার পথে বুদবুদে ৩ নম্বর গেটের সামনে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী তাঁকে মারধর করে, ছবি ছিঁড়ে দেয়, সাইকেল ভেঙে দেয় বলে বিজেপির অভিযোগ।

পুলিশ এই ঘটনায় গলসির পারাজ থেকে বাদশা আনসারী শেখ নামে একজনকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে দুর্গাপুর আদালতে পেশ করে বুদবুদ থানার পুলিশ। তখন আদালতের সামনে থেকে পুলিশের গাড়ি ধাওয়া করে যান বিজেপি কর্মীরা। ধৃতকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। আদালতের ভেতরেও ঢুকে যান বিজেপি কর্মীদের কেউ কেউ। কড়া শাস্তির দাবি জানানো হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ওই সক্রিয় কর্মী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন। বুদবুদের ৩ নম্বর গেটের সামনে এক দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। বুদবুদ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের সঙ্গে যুক্ত ওই দুষ্কৃতী। তাই আমাদের এই বিক্ষোভ।” পাল্টা কটাক্ষ করে পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব বলেন, “এর সঙ্গে রাজনীতির যোগ নেই। অন্য কোনও কারণে হয়তো এই ঘটনা ঘটেছে। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। বিজেপির কর্মীরা নিজেদের কাজ না করে টিআরপি বাড়ানোর জন্য এসব বিক্ষোভ দেখাচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুর আদালতে ব্যাপক চাঞ্চল্য, 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ
News
দুর্গাপুর আদালতে ব্যাপক চাঞ্চল্য, 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ
:
কলকাতা যাওয়ার পথে বুদবুদে ৩ নম্বর গেটের সামনে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী তাঁকে মারধর করে, ছবি ছিঁড়ে দেয়, সাইকেল ভেঙে দেয় বলে বিজেপির অভিযোগ।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!