দুর্গাপুরের গোপাল মাঠে চলছে গণস্বাক্ষর অভিযান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপাল মাঠে চলছে গণস্বাক্ষর অভিযান। অন্ডালের রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্র ডিএসটিপিএস এবং কাদা রোডের বেসরকারি সিমেন্ট কারখানার দূষণের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান চলছে। স্থানীয়দের অভিযোগ, এই দুই কারখানার দূষণে জর্জরিত এলাকার মানুষ। একাধিকবার কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনও কাজ হয়নি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রতিবাদে এবার দুর্গাপুর ভূমি রক্ষা কমিটি গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। ভূমি রক্ষা কমিটির নেতা ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, “এই গণস্বাক্ষর অভিযানে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়েছেন। অবিলম্বে অন্ডালের ডিএসটিপিএসের ছাই পুকুর বন্ধ করা এবং সিমেন্ট কারখানার দূষণ বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে ১৯ মার্চ ভূমি রক্ষা কমিটি অবস্থান বিক্ষোভ করবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর কার্যালয়ের সামনে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
