প্রবীণ ধূমপায়ীর শ্বাসনালীতে ভয়াবহ টিউমার, অসাধ্য সাধন করল মিশন হাসপাতালের পালমোনলজি বিভাগ

প্রবীণ ধূমপায়ীর শ্বাসনালীতে ভয়াবহ টিউমার, অসাধ্য সাধন করল মিশন হাসপাতালের পালমোনলজি বিভাগ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: অবিরাম ধূমপান করেন ৬৯ বছরের এক ব্যক্তি। গত তিন মাস ধরে চরম কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। একাধিক হাসপাতালে দেখিয়েছেন। ফল হয়নি। এমনই এক হাসপাতাল শেষে তাঁকে রেফার করে দুর্গাপুরের মিশন হাসপাতালে (The Mission Hospital)। জরুরি বিভাগে আনার পরে দেখা যায় তিনি মারাত্মকভাবে হাইপোক্সিক (Hypoxic-পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে ঘাটতি) অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের পালমোনলজি বিভাগ (Pulmonology Department) ঝাঁপিয়ে পড়ে। চিকিৎসা শুরু হয় তাঁর।

তাঁকে ইনটিউবেশন (Intubation-শ্বাসনালীতে এন্ডোট্র্যাকিয়াল টিউব (ET) প্রবেশ করিয়ে শ্বাসনালীর বাধা দূর করা) করার পরে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়। তাঁর বুকের এক্স রে করা হয়। দেখা যায়, ডানদিকের পুরো ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে। এমনকি ইনটিউবেশন করার পরেও তিনি গুরুতর হাইপোক্সিক ( Sp02 75-80% with 100% fio2) অবস্থায় রয়েছেন। জরুরি ভিত্তিতে তাঁর ব্রঙ্কোস্কোপি (bronchoscopy) করা হয়। রিপোর্টে দেখা যায়, টিউমারের দরুণ ডান দিকের প্রধান শ্বাসনালী পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এই পরিস্থিতিতে রোগীর প্রাণ বাঁচাতে অবিলম্বে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পরিকল্পনা নেওয়া হয়। চিকিৎসকেরা EC-SNARE এর সাহায্যে টিউমার অপসারণ করেন। এর ফলে ডান শ্বাসনালীর রুদ্ধ অংশ খুলে যায়। অক্সিজেন সরবরাহের ঘাটতি কমতে থাকায় রোগীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হতে থাকে। বুকের এক্স-রে করে সে বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই প্রবীণকে সুস্থ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ড. সৌরভ চক্রবর্তী। দ্রুত রোগ নির্ণয়, অবিলম্বে কার্যকরী চিকিৎসা শুরু করা, অস্ত্রোপচারের জন্য EC-SNARE এর মতো অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার এবং সর্বোপরি পালমোনলজি বিভাগের উৎকর্ষতা, সব মিলিয়ে ওই প্রবীণকে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।  (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
প্রবীণ ধূমপায়ীর শ্বাসনালীতে ভয়াবহ টিউমার, অসাধ্য সাধন করল মিশন হাসপাতালের পালমোনলজি বিভাগ
News
প্রবীণ ধূমপায়ীর শ্বাসনালীতে ভয়াবহ টিউমার, অসাধ্য সাধন করল মিশন হাসপাতালের পালমোনলজি বিভাগ
:
এই পরিস্থিতিতে রোগীর প্রাণ বাঁচাতে অবিলম্বে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পরিকল্পনা নেওয়া হয়। চিকিৎসকেরা EC-SNARE এর সাহায্যে টিউমার অপসারণ করেন। এর ফলে ডান শ্বাসনালীর রুদ্ধ অংশ খুলে যায়।
Published By
Durgapur Darpan

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!