কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে গাছে গাছে কিউ আর কোড বসানো হল বসুন্ধরা দিবসে

দুর্গাপুর দর্পণ, বর্ধমান: বসুন্ধরা দিবসে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে বৈদ্যুতিন বর্জ্য নিষ্কাশন করা হয়। সংস্থার পক্ষে প্রেসিডেন্ট পার্থপ্রতিম মিত্র জানান, এই বর্জ্য তাঁরা অন্য একটি সংস্থার মাধ্যমে ডিসপোজ করে থাকেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সত্যজিৎ ঘোষ ‘আওয়ার পাওয়ার, আওয়ার প্ল্যানেট’ স্লোগানের মাধ্যমে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পাশাপাশি, রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন গাছে কিউ আর কোড বসানোর পরিকল্পনা করা হয়েছে। স্কুলের বট, আম, জামরুল, পেয়ারা প্রভৃতি গাছে কিউ আর কোডের প্রিন্ট আউট বসানোর কাজ করে ছাত্রছাত্রীরা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাসুদেব মণ্ডল জানান, অনেক বছরের পুরনো গাছগুলোকে এভাবে চিহ্নিত করতে পেরে খুব ভাল লাগছে। ছেলেমেয়েরা ফোনে স্ক্যান করে গাছ চিনতে পারবে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, পৃথিবীকে রক্ষা করতে গেলে বসুন্ধরা দিবসের গুরুত্ব সবাইকে বুঝতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
আরও খবর: ভয়াবহ ঘটনা, দুর্গাপুরে উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, আতঙ্ক চরমে

