উড়ান আয়োজিত শ্রাবণধারায় মেতে উঠলেন রবীন্দ্র অনুরাগীরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সাংস্কৃতিক সংস্থা উড়ান আয়োজিত শ্রাবণধারায় মেতে উঠলেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রবীন্দ্র অনুরাগীরা। কবিগুরু রবীন্দ্রনাথের তিরোধানের দিনটিকে স্মরণ করে বর্ষাঋতু বিষয়ক গান, আবৃত্তি, নৃত্য, পাঠের মাধ্যমে মনোরম অনুষ্ঠান পরিবেশিত হয় ৯ আগস্ট এবিএল রিক্রিয়েশন ক্লাবের প্রেক্ষাগৃহে। সঙ্গীতের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ঋতুকণা ভৌমিক, রিয়া সিংহ, অর্ণব চট্টোপাধ্যায়, শুভম চক্রবর্তী, ঋতুপর্ণা সরকার, দেবলীনা কুন্ডু, বিশ্বায়ন রায়, কৌশিক রাউত প্রমুখ শিল্পীরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
স্বরচিত কবিতা পাঠে অংশ নেন রনজিত গুহ, দিশারী মুখোপাধ্যায়, হীরক বন্দ্যোপাধ্যায়, অরণ্যা সরকার, রুমা তপাদার, অশোকতরু, রাজীব ঘাঁটি প্রমুখ ২০ জন স্থানীয় কবি। শ্রুতি নাটক পরিবেশন করেন ক্যামেলিয়া, কথা ও কাহিনী এবং উড়ানের সদস্যরা। নৃত্য পরিবেশনে অংশ নেন সর্বানী বসু, পরমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। যন্ত্রসঙ্গীতে ছিলেন প্রদীপ্ত দত্ত, বুদ্ধদেব দাস ও প্রদীপ প্রামাণিক। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত তাঁর বক্তব্যে উড়ানের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাকলি দাশগুপ্ত এবং রাজশেখর মুখোপাধ্যায়। অনুষ্ঠানের সফল রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন উড়ানের কর্ণধার সুমিত চক্রবর্তী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
