Durgapur: রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত হল সিটি সেন্টারের একটি আবাসনে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ৩ জুন ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের গ্রিনফিল্ড রেসিডেন্সি অ্যাপার্টমেন্ট এর আবাসিকেরা রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করে। গত ২রা জুন সন্ধ্যায় ভাবগম্ভীর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠান। প্রারম্ভিক বক্তব্য রাখেন আবাসনের সভাপতি অরুনাভ বক্সী এবং সম্পাদক কাজল বন্দ্যোপাধ্যায়।

সম্বর্ধনা জ্ঞাপন করা হয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্তকে। রবীন্দ্রনাথ ও নজরুলের গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, আনন্দিতা রায়, প্রণব মুখোপাধ্যায়, সৌমী বন্দ্যোপাধ্যায়, শ্রাবয়িতা দে দাস এবং অশেষ মিত্র। আবাসিকদের পক্ষ থেকে বেশ কয়েকজন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। আমন্ত্রিত শিল্পীদেরও সংবর্ধনা জানান উদ্যোক্তারা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুজ মুখোপাধ্যায়।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!