প্রয়াণ দিবসে রবি ঠাকুরের মূর্তি বসল দুর্গাপুরের রবীন্দ্রপল্লীতে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রয়াণ দিবসে রবি ঠাকুরের মূর্তি বসল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রবীন্দ্রপল্লীতে। শুক্রবার বিশ্বকবির প্রয়াণ দিবস বাইশে শ্রাবণে রবীন্দ্রপল্লী এ ব্লকে তাঁর মূর্তির উদ্বোধন করা হল। রবীন্দ্রপল্লী এ ব্লক রিক্রিয়েশন ক্লাব ও দুর্গাপুর আনন্দমেলা চারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয় বিশ্বকবিকে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মূর্তির উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ও পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রশাসকমন্ডলীর অন্যান্য সদস্য সহ অন্যরা। অনুষ্ঠানে কোকওভেন থানার পুলিশ কর্মীদের বিশেষ সম্মান জানানো হয়। অনিন্দিতা মুখোপাধ্যায় ও কবি দত্ত বলেন, “এই উদ্যোগ অসাধারণ। আমরা আজকের দিনে উপস্থিত থাকতে পেরে নিজেদের গর্বিত মনে করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
