প্রয়াণ দিবসে রবি ঠাকুরের মূর্তি বসল দুর্গাপুরের রবীন্দ্রপল্লীতে

প্রয়াণ দিবসে রবি ঠাকুরের মূর্তি বসল দুর্গাপুরের রবীন্দ্রপল্লীতে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রয়াণ দিবসে রবি ঠাকুরের মূর্তি বসল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রবীন্দ্রপল্লীতে। শুক্রবার বিশ্বকবির প্রয়াণ দিবস বাইশে শ্রাবণে রবীন্দ্রপল্লী এ ব্লকে তাঁর মূর্তির উদ্বোধন করা হল। রবীন্দ্রপল্লী এ ব্লক রিক্রিয়েশন ক্লাব ও দুর্গাপুর আনন্দমেলা চারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয় বিশ্বকবিকে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

মূর্তির উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ও পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রশাসকমন্ডলীর অন্যান্য সদস্য সহ অন্যরা। অনুষ্ঠানে কোকওভেন থানার পুলিশ কর্মীদের বিশেষ সম্মান জানানো হয়। অনিন্দিতা মুখোপাধ্যায় ও কবি দত্ত বলেন, “এই উদ্যোগ অসাধারণ। আমরা আজকের দিনে উপস্থিত থাকতে পেরে নিজেদের গর্বিত মনে করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
প্রয়াণ দিবসে রবি ঠাকুরের মূর্তি বসল দুর্গাপুরের রবীন্দ্রপল্লীতে
News
প্রয়াণ দিবসে রবি ঠাকুরের মূর্তি বসল দুর্গাপুরের রবীন্দ্রপল্লীতে
:
বাইশে শ্রাবণে রবীন্দ্রপল্লী এ ব্লকে তাঁর মূর্তির উদ্বোধন করা হল। রবীন্দ্রপল্লী এ ব্লক রিক্রিয়েশন ক্লাব ও দুর্গাপুর আনন্দমেলা চারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয় বিশ্বকবিকে।
Published By
error: Content is protected !!