দেশবন্ধু ভবনে দিনভর চলছে ‘সারাদিনে রবীন্দ্রনাথ’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের দেশবন্ধু ভবনে রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস পালন উপলক্ষে চলছে ‘সারাদিনে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠান। উদ্যোক্তা, আনন্দমেলা চ্যারিটেবেল সোসাইটি। সকালে শুরু হয়েছে অনুষ্ঠান। সঙ্গীত, আবৃত্তি, নৃত্যের আসর বসেছে। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, সমাজসেবী পঙ্কজ রায় সরকার, কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ মইনুল হক প্রমুখ। উপস্থিত অতিথিরা শুধু দর্শক হিসাবেই ছিলেন না। কবি দত্ত, পঙ্কজ রায় সরকার এবং মইনুল হক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। সবুজায়নের বার্তা দিতে এদিন বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
