মিছিল থেকে সেলিমের বিস্ফোরক মন্তব্য দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দিলীপ ঘোষ অর্ধেক বিজেপি অর্ধেক তৃণমূল! দলের লোকেরাই হামলা চালাচ্ছে, সিদ্দিকুল্লা চৌধুরীর দল ছেড়ে দেওয়া উচিত! শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ৯ জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে পদযাত্রায় যোগ দিয়ে এভাবেই একের পর এক তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
৯ জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে শুক্রবার বিকেলে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে বেনাচিতি পাঁচমাথা মোড় পর্যন্ত চলে পথযাত্রা। পদযাত্রায় নেতৃত্ব দেন সেলিম। কসবার ল’কলেজের ঘটনা প্রসঙ্গে তৃণমূল এবং রাজ্য সরকারকে বিঁধে বলেন, “কোনও কলেজে নির্বাচন হয় না। গুন্ডা বদমাশ, আর ধর্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছেন। শুধু কসবা ল কলেজ নয় রাজ্যের সর্বত্রই থ্রেট কালচার চলছে। সেই জন্যই আদালত যেসব কলেজে নির্বাচন হয়নি সেগুলোতে তালা ঝোলানোর নির্দেশ দিয়েছে। সব কলেজের পঠন-পাঠন এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ওরা তো আদালতের নির্দেশও মানে না। যদি মানত, তাহলে তো এতদিন ডিএ দিয়ে দিতো।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ধর্মঘট প্রসঙ্গে সেলিম বলেন, “শ্রমকোড বাতিল করতে হবে। শ্রমিকদের শোষণ করা চলবে না। আট ঘন্টার জায়গায় এখন ১২ ঘন্টা কাজ করতে বলা হচ্ছে। কৃষকদের ফসলের দাম বাড়াতে হবে। বেকার যুবক যুবতীদের কাজ দিতে হবে। এই দাবি নিয়েই আমাদের ধর্মঘট হবে।” এদিনের পদযাত্রায় অন্যান্যদের মধ্যে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী চক্রবর্তী প্রমুখ।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

