দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ২৫ আগস্ট পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে রম্যবীণার উদ্যোগে আয়োজিত হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান: ‘এ ভরা বাদর মাহ ভাদর’। এদিন সন্ধ্যায় ডিএসপি টাউনশিপের সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটির সভাগৃহে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়, বাণী চট্টোপাধ্যায়, সুদীপ্তা দাস জানা, মহুয়া সরকার, রীমা ঘোষ, পূর্ণিমা ঘোষ, অনিন্দিতা সেনগুপ্ত, মানসী মুখোপাধ্যায়, ইন্দ্রানী মুখোপাধ্যায়, সুস্মিতা সাহা, শ্রীকান্ত চট্টোপাধ্যায়, কাজল দাস। এছাড়াও অংশগ্রহণ করে ঐশী ঘোষ, সপ্তপর্ণা দে, মানসী রুইদাস সহ অন্যরা। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন সমীর রায়, বোধিচিত্ত বন্দোপাধ্যায় এবং রতন কুন্ডু। আবৃত্তি করেন বিপ্লব মুখোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বও ছিল তাঁর উপর।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।