জাতীয় সড়কে পর পর দুটি বাইকে ধাক্কা মারল বেপরোয়া গাড়ি, মৃত ২

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জাতীয় সড়কে পর পর দুটি বাইকে ধাক্কা মারল বেপরোয়া গাড়ি। মৃত ২। জখম আরও ১। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার বিরুডিহার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বুধবার। মৃত দুই যুবকের নাম রাজকুমার ধীবর ও গোপাল দে। রাজকুমারের বাড়ি পানাগড় হাট তলায় এবং গোপাল দে প্রয়াগপুরের বাসিন্দা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার একটি গাড়ি বেপরোয়া গতিতে বুদবুদের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে কাঁকসার বিরুডিহার ১৯ নম্বর জাতীয় সড়কে প্রথমে একটি বাইকে ধাক্কা মারে। তারপর আরও একটি বাইকে ধাক্কা মারে। দুটি বাইকে থাকা তিনজন গুরুতর জখম হন। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
