দুর্গাপুর: মঙ্গলবার সকালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পারুলিয়ায় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা এসারের রাসায়নিক মিশ্রিত বর্জ্য জলে পড়ে মৃত্যু হয় দুই ঠিকা শ্রমিক কাঁকসার জামবনের আকাশ বাদ্যকর (২৫) এবং মালদহের অনুপ সরকারের (২৬)। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
বুধবার এসারের আধিকারিকদের সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে বৈঠকে বসেন বিধায়ক। সঙ্গে ছিলেন দলের নেতা পঙ্কজ রায় সরকার, আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। বৈঠকে ছিলেন মৃতের পরিবারের সদস্যরাও। এসার মৃতের পরিবারকে ২১ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়। একই সঙ্গে মৃতের একজন নিকট আত্মীয়কে কাজ দেওয়ারও প্রতিশ্রুতি দেয় এসার।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
লিখিত চুক্তি অনুযায়ী, এসার প্রথম সপ্তাহে ৫ লক্ষ, দ্বিতীয় সপ্তাহে ৫ লক্ষ এবং এক মাসের মধ্যে বাকি টাকা দেবে। জানা গিয়েছে, দুর্গাপুর শিল্পাঞ্চলে বিভিন্ন বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় মৃত ঠিকা শ্রমিকের পরিবারকে সর্বোচ্চ ৮ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে দেখা গিয়েছে। তবে ২১ লক্ষ টাকার ক্ষতিপূরণ এই প্রথম। বিধায়ক জানান, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মানুষটাকে ফিরে পাওয়া যায় না। তবে রোজগেরে সদস্য চলে গেলে পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে হয়। সে ক্ষেত্রে ক্ষতিপূরণ পেলে সামান্য সুরাহা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।