Durgapur News. মকর মেলায় নিখোঁজ প্রাক্তন প্রধানের পিস-শ্বশুর

দুর্গাপুর: মকর মেলায় গিয়ে নিখোঁজ প্রাক্তন প্রধানের পিস-শ্বশুর। মাস ঘুরতে চলল। এখনও কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ। কেউ খুঁজে দিলে পুরস্কারের ঘোষণা করেছেন ছেলে। নিখোঁজ বৃদ্ধের নাম শঙ্কর শৌ (৮০)। প্রাক্তন শিক্ষক। ফরিদপুর থানার (লাউদোহা) গৌরবাজারের বাসিন্দা। সাদা, ধুতি, পাঞ্জাবি আর মাথায় টুপি, হাতে লাঠি নিয়ে বাসে চেপে মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলীর মেলায় পূণ্য করতে গিয়েছিলেন। তারপর থেকে আর খোঁজ নেই তাঁর।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিন দিনের মেলা শেষ হওয়ার পরেও শঙ্করবাবু বাড়ি ফিরছেন না দেখে শুরু হয় খোঁজখবর। অনেক খোঁজাখুঁজির পরেও লাভ হয়নি। তাই শেষমেষ ১৭ জানুয়ারি ফরিদপুর (লাউদোহা) থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। তারপর প্রায় মাস ঘুরে গেল। কিন্তু কোনও খোঁজ মেলেনি। পিস-শ্বশুরের নিখোঁজের ঘটনায় চিন্তিত বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বুলু শৌ ও পরিবারের বাকিরা। বৃদ্ধের ছেলে সাধন শৌ বলেন, “বাবার নিখোঁজের বিষয়টি থানায় জানিয়েছি। কিন্তু এখনও কোনও খোঁজ মিলল না। যদি কেউ বাবাকে খুঁজে দিতে পারেন তাহলে আমরা সাধ্যমত পুরস্কারও দেব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
