দুর্গাপুর: মুচিপাড়া-শিবপুর রাস্তা অবরোধ। সোমবার রাতে মুচিপাড়া থেকে বামুনাড়া যাওয়ার রাস্তার ধারের বহুতল আবাসনে পর পর তিনটি ফ্ল্যাটে চুরি হয়। সিসি ক্যামেরায় ধরা পড়ে তিন চোরের ছবি। নিরাপত্তা রক্ষী থাকা সত্বেও এভাবে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকদের অনেকেই। দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের যোগাযোগ থাকতে পারে বলে অভিযোগ করেন তাঁরা। পুলিশ নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
প্রতিবাদে বুধবার সকালে নিরাপত্তা রক্ষীরা আবাসন ছেড়ে চলে যান। নিরাপত্তারক্ষীরাই আবাসনে পাম্প চালান, জেনারেটর চালান। তাঁরা না থাকায় লোডশেডিং হওয়া সত্বেও জেনারেটর চলেনি। প্রতিবাদে আবাসিকরা আবাসনের সামনে মুচিপাড়া-শিবপুর রাস্তা অবরোধ শুরু করে দেন। তাঁদের দাবি, দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। নিরাপত্তা দিতে হবে।
এক আবাসিক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “সোমবার গভীর রাতে আমাদের আবাসনের তিনটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চরম আতঙ্কিত আমরা। আজ সকালে দেখছি জল, বিদ্যুৎ কিছুই নেই। পরে জানতে পারলাম নিরাপত্তারক্ষীদের ও আবাসনের কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। আমরা চরম সমস্যার মধ্যে রয়েছি। সেই জন্যই পথ অবরোধ করেছি।” খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আসেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি। পুলিশের আশ্বাসে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।