পুলিশের ভূমিকার প্রশংসায় সিটি সেন্টারের কবিগুরু এলাকার বাসিন্দারা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পুলিশের ভূমিকার প্রশংসায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এলাকার বাসিন্দারা। গত ৫ আগস্ট ৪৮ নম্বর মাণিক বন্দ্যোপাধ্যায় পথের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির ভিতরে সবাই ছিলেন। চোর চুপি চুপি দুটি লেডিস ভ্যানিটি ব্যাগ চুরি করে নিয়ে পালায়। বিকেলে ব্যাগের মালিক সোমা রানা বিষয়টি স্থানীয় সোসাইটির সেক্রেটারি পরিমল দাসকে জানান।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পরিমলবাবুর উদ্যোগে তৎক্ষণাৎ সিটি সেন্টার ফাঁড়িতে যোগাযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে ব্যাগ দুটি উদ্ধার করে। ব্যাগের ভিতরে থাকা ২০ হাজার টাকার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, এটিএম, প্যান ও আধার কার্ড ছিল। রবিবার সিটি সেন্টার ফাঁড়িতে গিয়ে পরিমলবাবু, সোমা রানা ও সোসাইটির ২ সদস্য সব জিনিস বুঝে নেন। সোমবার থানার পক্ষ থেকে মহিলাদের নিয়ে একটি সচেতনতা মূলক সভার আয়োজন করা হয়। সিটিসেন্টার থানার আইসি সুদীপ্ত বিশ্বাস এই সভায় উপস্থিত থেকে পুজোর আগে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে আলোচনা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
