ডিএসপি গেটে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া পোস্টার টাঙালেন ঋতব্রত ও মন্ত্রী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রমিকদের অভিযোগ শুনতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া পোস্টার টাঙালেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। বুধবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) গেটের সামনে এই পোস্টার টাঙানো হয়। বিজেপি কটাক্ষ করে জানিয়েছে, অভিযোগ জানিয়ে লাভ নেই। কেউ গ্রেফতার হবে না।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “শ্রমিকদের সমস্যা এবং অভিযোগ আসছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে। দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। দুর্গাপুরের এএসপিতে দু’জনের নামে নিয়োগ দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। গোটা দুর্গাপুর জুড়ে এই পোস্টার টাঙানো হচ্ছে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী দুর্নীতি রুখতে পোস্টার লাগাচ্ছেন কারখানার গেটে গেটে, এমনটা শুনছি। কিন্তু আদতে কোনও কাজ হবে না। যাদের নামে অভিযোগ হচ্ছে তারা গ্রেফতার হচ্ছে না। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মানুষ পুরসভার ভোট কেন হচ্ছে না, সেই অভিযোগ জানাবেন। এইসব নাটক করে আর লাভ হবে না।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

