আবাসনে গভীর কুয়ো খোঁড়ার প্রতিবাদে ৫৪ ফুট রোড অবরোধ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আবাসনের কুয়ো খোড়াকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে আবাসন কর্তৃপক্ষের বচসা। পথ অবরোধ করে বিক্ষোভ। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, আবাসন কর্তৃপক্ষ প্রায় ৬০ ফুট গভীর কুয়ো খুঁড়ে ফেলায় পার্শ্ববর্তী বাড়িগুলিতে কুয়োর জল তলানিতে ঠেকেছে। ফলে জল সংকটে ভুগছেন তাঁরা। বহুবার আবাসন কর্তৃপক্ষকে বলেও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী বিপ্লব সামন্তের দাবি, আবাসন কর্তৃপক্ষ কুয়ো খুঁড়ে আবাসনের জল সমস্যা মেটাতে চাইছেন। কিন্তু এর ফলে গোটা এলাকার কুয়োর জল নেমে গেছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তিনি বলেন, “আমরা বাধা দিতে গেলে আমাদের বলা হচ্ছে নগর নিগম থেকে অনুমতি নেওয়া হয়েছে। যতক্ষণ না নগর নিগমের কোনও কর্মী আসছেন, ততক্ষণ আমরা আর এই কুয়ো খুঁড়তে দেব না। এছাড়া আবাসন কর্তৃপক্ষ সরকারি রাস্তার একাংশও দখল করে নিয়েছেন।” ঘটনার খবর পেয়ে আসে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। প্রায় ঘন্টাখানেক ৫৪ ফুট রোড অবরোধ করে রাখা হয়। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আবাসন কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
