দুর্গাপুর: ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে জোর করে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে এক নির্মাণ ব্যবসায়ীর বিরুদ্ধে। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমাননগরীর ঘটনা। ঘটনাস্থলে যান অন্ডালের বিডিও। আসে পুলিশ। শেষ পর্যন্ত কাজ বন্ধ হয়ে যায়। দু’পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সুরাহা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমাননগরীর একাংশে রয়েছে আবাসন এলাকা। ইতিমধ্যে সেখানে গড়ে উঠেছে বহু আবাসন। ইসিএলের ধস প্রবণ এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার জন্য অনেক ফ্ল্যাট তৈরি করা হয়েছে। ওই আবাসন এলাকায় আসা যাওয়ার জন্য সম্প্রতি বিমাননগরী কর্তৃপক্ষ এক নির্মাণ ব্যবসায়ীকে একটি ১০ ফুটের ঢালাই রাস্তা তৈরি করার বরাত দিয়েছেন। আবাসন এলাকা থেকে রাস্তাটি গিয়ে মিশবে উখড়া-অন্ডাল রোডের দক্ষিণখন্ড অংশে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রাস্তাটি নির্মাণের অধিকাংশ কাজ হয়ে গিয়েছে। রাস্তাটি সম্পূর্ণ করার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণখন্ডের কাছে থাকা ব্যক্তি মালিকানাধীন একটি ১০ বিঘা জমি। মালিকের আপত্তিতে এই জমিটি এখনও অধিগ্রহণ করা যায়নি। মঙ্গলবার সেই জমির উপর রাস্তা তৈরির চেষ্টা হলে সেখানে পৌঁছে কাজে বাধা দেন জমির মালিকরা। কাজ বন্ধ হয়ে যায়। তৈরি হয় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত। আসে অন্ডাল থানার পুলিশ।
দক্ষিণখন্ডের বাসিন্দা বিজন পাল বলেন, “রাস্তার পাশের ১০ বিঘা জমির মালিক আমরা। এর শরিক রয়েছে চারটি পরিবার। ২০০৮ সালে বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। কাঠা প্রতি জমির বিনিময়ে মালিকদের দেওয়া হয়েছিল মাত্র সাড়ে ১২ হাজার টাকা। অথচ জমি ডেভলপ করে বিমাননগরী সংস্থা এখন সেই জমি বিক্রি করছে ৮ লক্ষ টাকা কাঠা প্রতি দরে। এই সামান্য টাকায় আমরা জমি দিতে রাজি নই। জমির বিনিময়ে বিমানবন্দর এলাকার ভিতর আমাদের সমপরিমাণ জমি দিলে তবে আমরা জমি দেব।” অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন, “যেখানে রাস্তা তৈরি হচ্ছিল তা ব্যক্তিগত মালিকানাধীন নয়। তবে যেহেতু বিতর্ক হয়েছে তাই আলোচনা করে বিষয়টির নিষ্পত্তি করা হবে। আলোচনার জন্য জমির মালিকদের নোটিশ পাঠানো হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।